কলকাতা

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

 আজ শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বারের পরীক্ষার ফলে দেখা গিয়েছে সাফল্য পেয়েছে ৮৬.৬০ শতাংশ পড়ুয়া। ফল প্রকাশের দিন সফল পরীক্ষার্থীদের ট্যুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দুটি টুইট করেন। তাতে লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানাই। আমাদের জেলায় ছেলেমেয়েরা অসাধারণ ফলাফল করেছেন। শহরের ছাত্র-ছাত্রীরাও আমাদের গর্বিত করেছে। সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের কুর্নিশ জানাই। খুব দ্রুতই এ বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। ২০২৩ সালের পরীক্ষার সূচিও ঘোষণা করা হয়েছে এদিন। তবে যারা এ বছর উত্তীর্ণ হতে পারেনি বা আশানুরূপ ফল করতে পারেনি, তারা হতাশ হও না। ভবিষ্যতের জন্য লড়াই জারি রাখো।’