কলকাতা

মুখ্যমন্ত্রীকে না জানিয়ে পার্কিং ফি বৃদ্ধি, আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ পুরসভাকে

কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভাকে আজ অর্থাৎ শুক্রবারের মধ্যে পার্কিং ফি সংক্রান্ত আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর অনুমতি না নিয়েই সেই সিদ্ধান্ত নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । যার জেরে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছেন মেয়র।  শুক্রবার সাংবাদিকের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুরসভা এলাকায় পার্কিংয়ের খরচ অনেকটা বেড়ে গেছে। সেটি আমাদের নেতৃত্বের নজরে এসেছে। সাধারণ মানুষকে অনেকটা টাকা বাড়তি দিতে হচ্ছে। বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে কাছে পৌঁছেছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এরপর তিনি বলেন, এই সরকারের ইতি হচ্ছে সাধারণ মানুষের উপর চাপ না পড়ে। ২০১১ থেকে এমন কাজ করেননি তিনি যাতে চাপ তৈরি হয়। এই সিদ্ধান্ত আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে পুরনিগমকে। 

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে ফি বাড়ানোর সিদ্ধান্তে শিলমোহর পড়ে। তারপরেই গত ১ এপ্রিল পার্কিং-এর খরচ বাড়ানো হয়েছে। যার করেন প্রতি ঘণ্টায় বাইকের ক্ষেত্রে পার্কিং ফি ৫ টাকা থেকে বেড়ে হয় ১০ টাকা। ৪ চাকার গাড়ির ক্ষেত্রে ১০ টাকা হয় ২০ টাকা। ২ ঘণ্টা পর ২টি ক্ষেত্রেই দ্বিগুণ হারে বাড়বে পার্কিং ফি। অর্থাত্‍ গাড়ির ক্ষেত্রে ২০ টাকা হবে ৪০ টাকা। ৩ ঘণ্টা হলেই তা হয়ে যাবে ৮০ টাকা। এতদিন বাস, লরি পার্কিংয়ের ক্ষেত্রে ২০ টাকা দিতে হত। কিন্তু নতুন ফি কাঠামোয় দিতে হবে ৪০ টাকা।