জেলা

আকাশপথে গঙ্গাসাগরের নিরাপত্তা ব্যবস্থার খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে আটক হওয়া ভারতীয় মৎস্যজীবীদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার আগেও বাংলাদেশ প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর মুখে ৷ নাম না করেই বাংলাদেশ ইস্যুতে স্থল, জল ও আকাশসীমায় গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারি নির্দেশ দিলেন তিনি ৷ সঙ্গে জেলাশাসককে সাগরদ্বীপের নিরাপত্তা নিয়ে ‘এরিয়াল সার্ভে রিপোর্ট’ তৈরি করতে বললেন মমতা ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিপ্যাড থেকে ওড়ার পর সাগরদ্বীপের উপর বেশ কয়েকবার চক্কর কাটে ৷ সূত্রের খবর, সার্ভে রিপোর্ট হাতে আসার আগে, তিনি নিজে আকাশপথে নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারি চালালেন ৷ উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে, জলপথে নজরদারি বাড়াতে নৌসেনাকে অনুরোধ করেছিলেন মমতা ৷ মূলত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব যাতে সাগরমেলায় না-পড়ে, তা নিশ্চিত করতে বলেছিলেন তিনি ৷ গঙ্গাসাগরের প্রস্তুতিতে নজরদারি চালিয়ে ফেরার আগে ফের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে জোর দিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “বিদ্যুতের ব্যাপারটা তোমরা দেখে নিও ৷ যাতে কেউ কোনওরকম ক্ষতি করতে না-পারে ৷ আমরা নেভিকে ইতিমধ্যেই বলেছি, কোস্টাল গার্ডকেও সতর্ক করতে হবে ৷ যাতে ওদিক থেকে এদিকে কোনও সমস্যা না-হয় ৷ ভালোভাবে জল-স্থল-আকাশ, তিনদিকেই খেয়াল রাখতে হবে ৷”