কলকাতা

নয়াদিল্লির স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ মমতার, রেলমন্ত্রীর পদত্যাগ চাইলেন কুণাল

রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, দিল্লির এই পদপিষ্ট হয়ে মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ৷ এদিকে এই ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদির কড়া সমালোচনা করেন ৷ মমতা সোশাল মিডিয়ায় লেখেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা দেখিয়ে দিচ্ছে, সু-পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ ৷ বিশেষত যখন সেটা নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ৷ মহাকুম্ভের পুণ্যার্থীদের জন্য এই যন্ত্রণা নয়, যথোপযুক্ত ব্যবস্থা করা উচিত ছিল ৷ এই ধরনের যাত্রাগুলি যেন নিরাপদ, সু-পরিকল্পিত হয় সেটা নিশ্চিত করা অবশ্যই জরুরি ৷ শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷”

https://twitter.com/MamataOfficial/status/1891059010293600261