রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, দিল্লির এই পদপিষ্ট হয়ে মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ৷ এদিকে এই ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদির কড়া সমালোচনা করেন ৷ মমতা সোশাল মিডিয়ায় লেখেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা দেখিয়ে দিচ্ছে, সু-পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ ৷ বিশেষত যখন সেটা নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ৷ মহাকুম্ভের পুণ্যার্থীদের জন্য এই যন্ত্রণা নয়, যথোপযুক্ত ব্যবস্থা করা উচিত ছিল ৷ এই ধরনের যাত্রাগুলি যেন নিরাপদ, সু-পরিকল্পিত হয় সেটা নিশ্চিত করা অবশ্যই জরুরি ৷ শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷”
https://twitter.com/MamataOfficial/status/1891059010293600261