কলকাতা

আগামী ২ মে থেকেই গরমের ছুটি পড়ছে স্কুলে, আবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আগামী ২ মে থেকেই সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়বে, বুধবার ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য তাপপ্রবাহের কারণে স্কুলগুলিতে বাড়তি এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছিল। তবে, তার জন্য এগিয়ে আনা গরমের ছুটিতে কোনও পরিবর্তন হচ্ছে না। ২ মে থেকেই তা পড়বে। এটা নিয়ে একটা সংশয় বিভিন্ন মহলেই ছিল। তবে, বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথায় কথায় বলেন, আর দু’দিন হয়েই স্কুলে ছুটি পড়ে যাবে। ১ মে ছুটি। তার আগে শনি-রবিবার আছে। আর ২ মে থেকে গরমের ছুটি পড়ছে। এর থেকে স্পষ্ট, সরকারি নির্দেশিকায় আর কোনও পরিবর্তন আসছে না।