রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে আন্তরিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সামনে থেকে ৩০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সাংসদ তহবিলের টাকা থেকে এই অ্যাম্বুলেন্সগুলি কেনা হয়েছে। লাইফ সাপোর্ট সুবিধা যুক্ত অ্যাম্বুলেন্সগুলি প্রতিটি জেলায় পাঠানো হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। এদিন মুখ্যমন্ত্রী বললেন, ‘এর আগে ৬২৫টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে সাংসদদের টাকা থেকে। একটি হাসপাতালের আইসিইউতে যা যা সুবিধা থাকে, এই অ্যাম্বুলেন্সগুলিতেই থাকবে সেই সব পরিষেবা। মোট ৩০টি অ্যাম্বুলেন্সের পিছনে খরচ হয়েছে ১০ কোটি টাকা।’ অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৮৫টি কমিউনিটি সেন্টার চালু করা হচ্ছে বলেও জানান তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান আরও বলেন, ‘অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন না। কারণ, যিনি স্বাস্থ্যসাথীতে পেতেন, তিনিই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। কিন্তু আমরা নিয়ম পাল্টে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারে এবার তাঁদের পরিবারের সদস্যরাও সুবিধা পাবেন।’ সোমবার অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধনের এই মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশে কমিশনার, স্বাস্থ্যসচিবও।