দেশ

দেশের সবচেয়ে ‘গরিব’ মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তির শীর্ষে জগনমোহন

সম্পত্তির নিরিখে দেশের বাকি ২৭ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীকে টেক্কা দিলেন অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক প্রধানের কুর্সিতে আসীন ওয়াই এস জগনমোহন রেড্ডি। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১০ কোটি ৩৮ লক্ষ ১৬ হাজার ৫৬৬ টাকা। তার মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৪৩ কোটি ৪৮ লক্ষ ৩৭ হাজার ২৬৭ টাকা। আর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৬ কোটি ৮৯ লক্ষ ৭৯ হাজার ২৯৯ টাকার। এডিআর এর রিপোর্টে উঠে এল সেই বিস্তারিত তথ্য ৷ বুধবার বেসরকারি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) পক্ষ থেকে দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তি নিয়ে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সম্পত্তির নিরিখে শীর্ষে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতাই বর্তমানে দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। এই তালিকা অনুযায়ী মমতার পর সবচেয়ে কম সম্পত্তির অধিকারী কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন ৷ তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার সামান্য বেশি ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরেরও স্থাবরঅস্থাবর সম্পত্তির মোট অঙ্ক প্রায় ১ কোটি টাকা ৷দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। বিজেপি নেতার সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি ৪০ লক্ষ ৫৮ হাজার ১৪২ টাকা। তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি ৮৭ লক্ষ ৪১ হাজার ৮১৬ টাকা। এডিআরের রিপোর্ট অনুযায়ী, দেশের ৩০ মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটি পতি। ১০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে এমন মুখ্যমন্ত্রীর সংখ্যা ১১। ৫ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে ৮ মুখ্যমন্ত্রীর। তিন কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে ৫ মুখ্যমন্ত্রীর। আর বাকি পাঁচ মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ এক কোটি থেকে তিন কোটি টাকা।