কলকাতা

নারী দিবসের প্রাক্কালে তাদের লড়াইকে কুর্নিশ জানাতে রাজপথে মুখ্যমন্ত্রী, মিছিলে সন্দেশখালির মহিলারাও

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারীদের অধিকার রক্ষা এবং তাদের লড়াইকে কুর্নিশ জানাতে রাজপথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর সঙ্গে পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে উপস্থি অরূপ বিশ্বাস, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, শান্তনু সেন, জুন মালিয়া, কৃষ্ণা চক্রবর্তী, দেবশীস কুমার, রত্না চ্যাটার্জি, সুস্মিতা দেব, লাভলি মৈত্র সহ দলের প্রথম সারির নেতা-নেত্রীরা। মিছিলের সামনের সারিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে মহিলা নেতৃত্ব। উল্লেখযোগ্যভাবে, মিছিলে রয়েছেন সন্দেশখালির মহিলারা। সন্দেশখালির মহিলাদের সম্মানহানি হয়েছে তৃণমূল জামানায়, এই অভিযোগ তুলে যখন সরব রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, তখন মমতার মিছিলে তাঁরা। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা “সন্দেশখালির মা বোনেদের নিয়ে প্রধানমন্ত্রীর রাজনীতি করা বন্ধ হোক”, “সন্দেশখালিকে মণিপুর হতে দেব না, আমরা সবাই দিদির হাত ছাড়ব না।” আজকাল ডট ইনকে সন্দেশখালির মহিলারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যা দূর করেছেন, এখন আর আতঙ্ক নেই তাঁদের। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে তৃণমূলের এই মিছিল।শেষ হবে ডোরিনা ক্রসিং-এ।