জেলা

নন্দীগ্রামের দোকানে নিজের হাতে চা বানালেন ঘরের মেয়ে মমতা, গেলেন মন্দির-মাজারেও

ফের ঘরের মেয়ে মমতার চেনা রূপে দেখা গেল নন্দীগ্রামে। আজ নন্দীগ্রামে দলীয় কর্মসূচির মাঝেই চায়ের দোকানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বানাতে দেখা গেল তাঁকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রূপে দেখতে পেয়ে চায়ের দোকানে ভিড় করেন নন্দীগ্রামবাসী।মঙ্গলবার দুপুরে নন্দীগ্রামে বটতলা মাঠে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে শহিদ বেদিতে মাল্যদান করেন তিনি। এরপর এলাকার একাধিক মন্দিরে পুজো দেন। খোশমেজাজে কাসরও বাজাতে দেখা যায় তাঁকে।মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই ভিড় জমান সাধারণ মানুষ। অনেকেই চেষ্টা করেন ‘দিদি’র কাছে নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরতে। কেউ আবার সরকারি সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। কিছুক্ষণ পর মন্দির থেকে মাজারের উদ্দেশে রওনা হন তৃণমূল সুপ্রিমো। সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। জনসংযোগ করেন। মাজার থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে হঠাত্‍ই চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা। তৈরি করেন চা। এরপর কাপে ঢেলে তা পরিবেশনও করেন। কথা বলেন দোকান মালিকের সঙ্গে। শোনেন তাঁদের সমস্যার কথা। আশ্বাস দেন পাশে থাকার। কর্মিসভার পর ভোটের প্রচারে বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ অর্থাত্‍ মঙ্গলবার রাতে নন্দীগ্রামে ভাড়া করা বাড়িতে থাকবেন তিনি। তাঁর সঙ্গে দু’জন থাকবেন। আগামিকাল হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করবেন তিনি।মিছিল করার কথাও রয়েছে। সম্ভবত আগামিকাল সন্ধেয় কলকাতা ফিরবেন তিনি। কারণ, পরশু ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। তবে শীঘ্রই ফের নিজের কেন্দ্র নন্দীগ্রামে যাবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, ধন্যবাদ জানিয়েছেন নন্দীগ্রামবাসীকে। বলেছেন, ওই এলাকার মানুষের ভালবাসায় আপ্লুত তিনি।