কলকাতা

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা। তার আগে বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়েই প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে এদিন বৈঠক করেন তিনি। মেলায় সাধারণ মানুষের ভিড় দিন দিন বাড়ছে। আইন শৃঙ্খলা যাতে ঠিকমত বজায় থাকে তা নিয়েই কর্তাদের সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। মানুষের যাতায়াতে সুবিধার জন্য ২,২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৬টি বার্জ থাকবে। প্রতিটি বার্জ ভেসেলে থাকবে লাইফ জ্যাকেট। দরকারে কলকাতায় ১০টা ট্যুরিস্ট বাস রাখা হবে।” মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “মেলায় যাতে পাইলট নিয়ে ভিআইপিরা ভিড় না জমান। তিনি বলেন, মেলায় প্রচুর মানুষের ভিড় হয়। তার মধ্যে যদি ভিআইপিরা পাইলট নিয়ে প্রবেশ করেন তাহলে সাধারণ মানুষের পক্ষে অসুবিধা হবে। খুব প্রয়োজন ছাড়া ভিআইপিদের মেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না।” সাধারণ মানুষ হিসেবে যে কেউ যেতে পারেন। কিন্তু পাইলট নিয়ে অযথা ভিড় না বাড়ানোর বার্তা দিয়েছেন তিনি। তাছাড়া, অন্যান্য বছরগুলির মত এবারেও ৫ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনসিওরেন্স থাকছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকেই মুখ্যমন্ত্রী তুলে ধরেন একটি ডুবে জাহাজের প্রসঙ্গ। সরকারি আধিকারিকরা উদ্দেশ্যে তিনি বলেন, ”তোমরা একটা বড় কাজ করেছ। তবুও ড্রেজিংয়ের ব্যাপারটা দেখে নিতে হবে। বাংলাদেশের যে জাহাজটা ডুবে আছে, সেটা যদি সেনাবাহিনীর সঙ্গে যদি কথা বলা যায়। ওদের তো অনেক বিশেষজ্ঞ আছে।” মুখ্যমন্ত্রীর সংযোজন, গঙ্গাসাগর মেলা মিটে যাওয়ার পর যেন এই জাহাজটা ক্লিয়ার করে দেওয়া হয়, সেটা দেখে নিতে হবে। এটা আমাদের জানা ছিল না। ২০১৩ সালে জাহাজটা ডুবে গেছিল। তারপর সেখান থেকে চর সৃষ্টি হয়েছে। তাহলে গঙ্গাসাগরে যেতে সমস্যা হবে।” এরপরই তিনি বলেন, ”কীভাবে জায়গাটা মার্কড করবে, তার জন্য আমরা পরিদর্শন করব।