ছর ১৮-র এক তরুণীর ঘনিষ্ঠ দৃশ্য পর্ন সাইটে আপলোড করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ১৮-র ওই তরুণীর কাছ থেকে অর্থ আদায়ের লোভ থেকেই প্রথমে তাঁকে দিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানো হয়। তারপর সেই দৃশ্য আপলোড করা হয় পর্ন সাইটে। প্রসঙ্গত, অভিনয়ের অডিশন দিতেই ওই তরুণী সম্প্রতি একটি চক্রবূহ্যে পা দেন। এরপর সেই চক্র থেকে তাঁকে অভিনয়ের লোভ দেখিয়ে প্রথমে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানো হয়। তারপর সেই ভিডিও আপলোড করা হয় পর্ন সাইটে। মুম্বইতে ফের এমন একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। নভেম্বর মাসে মুম্বইয়ের ভিরারে ওই তরুণীকে অডিশনের নামে ডেকে পাঠানো হয়। অভিযুক্তের সঙ্গে এক মেকআপ শিল্পী, এক পরিচালক এবং একজন ক্যামেরাম্যান হাজির হয় বলে খবর। এরপর সাজিয়েগুছিয়ে ওই তরুণীকে দিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানো হয়। অডিশনের একটি অংশ হিসেবেই তাঁকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হচ্ছে বলে জানানো হয়। অডিশনের কয়েকদিন পর ওই তরুণীকে তাঁর এক বন্ধু ফোন করেন। তাঁর কাছ থেকেই তরুণী জানতে পারেন, অডিশনের মাধ্যমে যে ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করেন, তা পর্ন সাইটে আপলোড করা হয়েছে। ১৪ ডিসেম্বর ওই তরুণী পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তল্লাশি শুরু করলে, সেখান থেকে বেশ কয়েকজনের নাম উঠে আসে। পুলিশ এরপর ৩ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে।