কলকাতা

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর বৈঠক, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

বৃহস্পতিবার বিকেলে আচমকাই নবান্নে এলেন সুব্রহ্মণ্যম স্বামী ৷ পশ্চিমবঙ্গের শীর্ষ প্রশাসনিক ভবনে তাঁর আগমন ঘিরে শুরু হয় জল্পনা ৷ জানা গিয়েছে যে এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয় ৷ পরে দু’জনের ছবিও প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ছবিটি রিটুইট করেন সুব্রহ্মণ্যম স্বামী ৷ তবে কোনও পক্ষই এই বৈঠক নিয়ে মুখ খোলেনি ৷ তবে রাজ্য রাজনীতিতে জল্পনা হল, খুব শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ ৷ কারণ, বিজেপিতে মোদি-শাহের সঙ্গে তাঁর সম্পর্ক যে অম্ল-মধুর, তা সর্বজনবিদিত ৷ তাই তিনি মোদি-শাহের কট্টর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিতে পারেন ৷