আজ দিল্লিতে দুপুর ২ টো ৩০ মিনিট নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা কমল নাথ। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। দুজনের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতা। জোট অবিজেপি জোট নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানিয়ে দেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তাঁর কথায়, “মমতাকে অনেকদিন ধরেই চিনি। অনেকদিন একসঙ্গে কাজ করেছি। জয়ের জন্য ওঁকে শুভেচ্ছা জানিয়েছি। জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কথা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, “তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি না তা সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। সে বিষয়ে কোনও কথা হয়নি।” ইতিমধ্যে নয়াদিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসে গিয়েছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। মমতাকে হাতে পুষ্পস্তবক তুলে দেন তিনি।