জেলা

বোলপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

বোলপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিনিকেতনের রাঙাবিতান গেস্ট হাউসে গিয়ে নেত্রীর সঙ্গে দেখা করলেন অনুব্রত মণ্ডল । জানা গিয়েছে, প্রায় 10 মিনিট অনুব্রতর সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূল নেত্রী ৷ সঙ্গে ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা । পরে বোলপুর সার্কিট হাউসে বীরভূম জেলার কোর কমিটিকে নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম । বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুরে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী । তার জন্য রবিবার রাতে বোলপুরে পৌঁছন তিনি । নানুরের বাসাপাড়ায় শহিদ স্মরণসভা সেরে দলনেত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বোলপুরের সাংসদ অসিত মাল । নেত্রীকে শান্তিনিকেতনের বল্লভপুরে রাঙাবিতান গেস্ট হাউসে স্বাগত জানিয়ে প্রত্যেকে বেরিয়ে যান ৷ এরপরেই গেস্ট হাউসে ঢোকেন অনুব্রত মণ্ডল ৷ জানা গিয়েছে, প্রায় 10 মিনিট অনুব্রতর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও দলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ । তবে অনুব্রতর সঙ্গে কী কথা হয়েছে নেত্রীর তা জানা যায়নি ৷ বেরিয়ে যাওয়ার সময় প্রশ্ন করা হলেও মুখ খোলেননি অনুব্রত । পরে বোলপুর সার্কিট হাউসে বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেসের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী ফিরহাদ হাকিম । সোমবার দুপুরে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বিকেলে শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে পদযাত্রা রয়েছে । প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার জন্য সেজে উঠেছে বোলপুর-শান্তিনিকেতন । নেত্রীর যাত্রা পথে কিছু দূর অন্তর অন্তর সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে । সেখানে নৃত্য-গীত প্রদর্শন করবেন স্থানীয় শিল্পীরা ৷