কলকাতা

‘হিটলারকেও হার মানাবে’, বিবিসি-র পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে কটাক্ষ মমতার

 ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র দিল্লি ও মুম্বই অফিসে আয়কর তল্লাশি নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সমালোচনা করলেই নিশানা করা হবে? কেন সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে? এরা মানুষের রায় মানে না। শুধু তুঘলকি রাজত্ব চালাচ্ছে। এদের আচরণ হিটলার, চেসেস্কুকেও হার মানাবে।’ গুজরাত দাঙ্গা নিয়ে তথ্যচিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ খুলে দিয়েছে বিবিসি। আর ওই তথ্যচিত্র প্রকাশের পরে মঙ্গলবার মোদি সরকারের আক্রমণের মুখে পড়তে হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে। ‘বিবিসি’র দিল্লি ও মুম্বই অফিসে হানা দিয়েছে মোদি সরকারের পোষ্য ভৃত্য আয়কর দফতরের কর্মীরা। গোটা বিশ্বজুড়েই ওই আয়কর হানা নিয়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এদিন ‘বিবিসি’র পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই দেশের সংবাদমাধ্যমগুলিকে কুক্ষিগত করে নিয়েছে। যারা শিরদাঁড়া সোজা করে কাজ করছে তাদের নিশানা করা হচ্ছে। মনে হয়, দেশে এমন একদিন আসবে যেদিন কোনও সংবাদমাধ্যম থাকবে না। আমি ক্ষমতায় আছি বলে যা খুশি করতে পারি না। জনগনের রায় মেনে চলতে হবে। এরা জনগণের রায়কে পাত্তা দিচ্ছে না। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে চলছে। আমার সমর্থন ‘বিবিসি’র প্রতি আছে। সব মিডিয়ার প্রতি আছে।’ শুধু সংবাদমাধ্যমই নয়, কেন্দ্রের বিজেপি সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায় বলে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইদানিং বিচার বিভাগকেও কন্ট্রোল করতে চাইছে। আমরা চাই বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করুক।এক মাত্র এদের হাত থেকে বাঁচাতে পারে বিচার বিভাগ।’