কলকাতা রাজনীতি

‘কেউ যেন অশান্তিতে জড়াবেন না’, প্রতিবেশী দেশ নেপাল প্রসঙ্গে শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রীর ইস্তফা। জনরোষে জ্বলছে নেপাল। কাঠমাণ্ডুতে ফের নতুন করে উত্তেজনা। সেনা প্রধানের পরামর্শের পর পদত্যাগ কে পি ওলির। ইতিমধ্যেই নেপালের সংসদ ভবনে ভাঙচুর চলছে, আগুনও লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাড়ির দখল নিয়ে নিয়েছে আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে সীমান্তে শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন উত্তরবঙ্গ সফরে  যাওয়ার আগে মমতা  বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিবেশী ভাল থাকলে আমরাও ভাল থাকব। কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন। নেপাল নিয়ে যা বলার কেন্দ্র বলবে। প্রতিবেশী রাষ্ট্র নেপালকে আমরা ভালোবাসি’। উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফার পরেও ক্ষোভের আগুন জ্বলছেই সেখানে। এখনও পর্যন্ত ১০ মন্ত্রী পদত্যাগ করেছে। কাঠমাণ্ডুতে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিক্ষোভকারীদের। নেপালে কমিউনিস্ট পার্টির অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বর্তমানে হাতের বাইরে পরিস্থিতি, বিক্ষোভকারীদের রুখতে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ি থেকে নোট বৃষ্টি। দুর্নীতি, বেকারত্বের প্রতিবাদে পথে যুব সমাজ। সোশাল মিডিয়া ব্যান ঘিরে ঘটনার সূত্রপাত। সোশাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও বিক্ষোভ। কাঠমাণ্ডুতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছে। কাঠমাণ্ডু এয়ারপোর্টে বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়ান। এর মধ্যে নেপালের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘নেপাল প্রতিবেশী দেশ। শিলিগুড়ি, কালিম্পং বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। কেউ কিছু ঝামেলায় যেন জড়িয়ে না পড়েন। প্রতিবেশী দেশে শান্তি বজায় থাকুক।’