কলকাতা

সঞ্জয় রাইয়ের যাবজ্জীবন সাজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার

সোমবার সকালেই সাজা ঘোষণা হয় আরজি কর কাণ্ডের। আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাবস্ত‍্য সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট। রায় ঘোষণার পরেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছিলেন যাবজ্জীবন নয়, তিনি চেয়েছিলেন দোষীর ফাঁসি হোক। এবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার। আরজি কর কাণ্ডের রায়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ফাঁসি না হওয়ায় অত‍্যন্ত ‘শকড্’ মমতা। নতুন করে আবেদনের সিদ্ধান্ত রাজ্যের। সেইসঙ্গে এই ঘটনাকে আজ আদালতে ‘বিরলতম’ ঘটনা নয় বলেই উল্লেখ‍্য করেন বিচারপতি। এই বিষয়েই উষ্ণা প্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী। দোষীর ফাঁসির সাজাই চান মমতা। তাই এবার উচ্চ আদালতে আবেদনের সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার।