৪ দিনের সফরে এদিন দিল্লি উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকে প্রধানমন্ত্রী একটা বৈঠক ডেকেছেন। জি২০ নিয়ে এই বৈঠক হবে। আমাদের এখানেও ৩-৪টে ভেন্যু আছে। সেই জন্যই যাচ্ছি। মিটিং শেষ হতে হতে রাত হয়ে যাবে। সেটা হয়ে গেল রাজস্থানের আজমের শরীফ যাব। ওখান থেকে আমি পুষ্কর যাব। তারপরে আমি রাতে ফিরে আসব। এখানে ওয়ান-টু-ওয়ান মিটিং হবে না। এটা শুধু জি২০-র মিটিং।” বরং রাজস্থানের আজমেঢ় এবং পুস্কর যেতে পারেন তিনি। কারণ তাঁর কথায়, রেলমন্ত্রী থাকাকালীন এই দুই ধর্মস্থানেই বিশেষ রেল পরিষেবার ব্যবস্থা করেছিলেন তিনি। বহু দিন ধরেই তাঁর যাওয়ার ইচ্ছে ছিল। তাই এবার সময় পেলে যাবেন।