বিদেশ

স্পেনে বাণিজ্যিক বৈঠকের মাঝেই পিয়ানোয় রবীন্দ্র সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার সকালে তাঁকে দেখা গিয়েছিল মাদ্রিদের রাস্তায় স্থানীয় শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রে ‘আমরা করব জয়ে’র সুর তুলতে৷ আর সন্ধেবেলা বাণিজ্যিক বৈঠক, আলোচনার ফাঁকেও মমতা বন্দ্যোপাধ্যায় ধরা দিলেন ফের অন্য মেজাজে৷ এবার তাঁকে দেখা গেল পিয়ানোয় রবীন্দ্র সঙ্গীতের সুর তুলতে৷ স্পেনীয় শিল্পীর পাশে দাঁড়িয়েই পিয়ানোয় মমতা বাজালেন, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’র সুর৷ বৃহস্পতিবার মাদ্রিদে বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠক অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই ট্যুইটবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী জানালেন, “স্পেনের অন্যতম বড় টেক্সটাইল সংস্থা এ রাজ্যে বিনিয়োগে উৎসাহী। চলতি বছরে বড়দিনের আগেই এই সংস্থা উৎপাদন শুরু করতে পারে। Tempe এবং এর সহযোগী সংস্থাগুলির জন্য খুব ভাল জায়গায় ১০০ একরের জমি তুলে দেওয়া হতে পারে। সেই বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য আরও ভাল দিক উন্মোচন করার ইঙ্গিত দেয়।” অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। এই বৈঠক করতেই সৌরভ এসেছেন লন্ডন থেকে।