পরিবারতন্ত্র আমি মানি না , মানুষই আমার পরিবার
‘পরিবারতন্ত্র’ তিনি মানেন না । মানুষই তাঁর ‘পরিবার’, ‘পরিবারকে বাদ দিয়ে যে যাঁর খেলা খেলুক’। নিজের ভাই বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ঠিক এইভাবেই তীব্র আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর স্পষ্ট কথা, ‘‘বাবুনের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ। আমার ভাই হিসাবে কেউ পরিচয় দেবে না।’’ লোকসভা নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে এবার কোন্দল শুরু হয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘর’ থেকেই। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে জনসমক্ষে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাবুন৷ রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, ‘‘যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছেন, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমাকে গলাধাক্কা দিয়েছিলেন। আমাকে অপমান করেছিলেন৷ হাওড়ার মানুষ ওঁকে মেনে নিচ্ছেন কি না জানি না৷ এই প্রার্থী ঠিক হয়নি।’’ এরপরেই, রাজনৈতিক মহলে হাওয়া ওঠে, হাওড়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন স্বয়ং মমতার ভাই বাবুন। তা না হওয়াতেই তিনি দিল্লি পাড়ি দিয়েছেন বলে সূত্রের খবর৷ যদিও আরেক অংশ দাবি করে, তিনি নির্দল হিসাবেই হাওড়া থেকে লড়বেন। এই সমস্ত জল্পনার মাঝেই এবার বাবুনকে নিয়ে সরাসরি মুখ খুলতে দেখা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন শিলিগুড়ি থেকে ভাইকে নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন মমতা৷ বলেন, ‘‘আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার সবার পরিবার। আমাদের কেউ এইরকম নয়। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমার পরিবারে বাবুন বলে কেউ আছে বলে মনে করি না। বাবুনের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ।