রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসই দেশের প্রকৃত স্বাধীনতা দিবস। দিনকয়েক আগে এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন আরএসএস প্রধান মোহন ভগবত। এ নিয়ে বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এমন মন্তব্য দেশবিরোধী । নবান্নে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে মমতা বলেন, “এমন কথা যে শুনতে হবে সেটা ভাবতেও পারিনি। এভাবে চললে তো একদিন ভারতের নামও ওরা (বিজেপি-আরএসএস) ভুলিয়ে দেবে ! স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাংলা এবং পঞ্জাবের। বাংলা একসময় ভারতের রাজধানী ছিল। ভারত তখন অখণ্ড। দেশ ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীন হয়। উনি (মোহন ভগবত) কেন এই মন্তব্য করেছেন সেটা আমি জানি না। আমি মনে করি, এটা দেশবিরোধী মন্তব্য। স্বাধীনতার আগে তো বটেই, পরেও কতশত মানুষ থেকে শুরু করে সেনা জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছেন । এসব করে দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ধরনের মন্তব্য বিপজ্জনক।” বিতর্কের সূত্রপাত দিনকয়েক আগে । ইন্দোরের একটি সভায় যোগ দেন ভগবত । সেখানেই তিনি বলেন, “রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসই দেশের প্রকৃত স্বাধীনতা দিবস।” ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার প্রাণ-প্রতিষ্ঠার একবছর ঘিরে সাজো সাজো রব অযোধ্যায় । তিথি অনুযায়ী অবষৃশ্য ১১ জানুয়ারি ছিল মন্দিরের উদ্বোধনের একবছর ৷ সেদিনও অনুষ্ঠান হয়েছে । ২২ তারিখও রামলালাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হবে দেশ । এমনই আবহে ভগবত জানান, এই বিশেষ দিনটিকে ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসেবে পালন করা হোক। স্বাধীনতার আসল স্বাদ ওইদিনেই পেয়েছিল দেশ । দেশের সার্বভৌমত্বকে নতুন করে প্রতিষ্ঠাও দিয়েছিল এই দিনটি ।