কলকাতা

‘বিচারব্যবস্থার জয়, রাহুলের সাংসদ পদ ফিরলে ইন্ডিয়া জোটের লড়াই আরও শক্তিশালী হব’, টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের জেরে ফিরতে পারে কংগ্রেসের রাহুল গান্ধির সাংসদ পদ ৷ আদালতের এই নির্দেশে খুশি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট করে শুক্রবার তিনি সেকথা জানিয়েওছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে জানালেন, রাহুল গান্ধীর এই খবরে তিনি খুশি৷ তিনি লেখেন, “আমি রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনার খবর অত্যন্ত খুশি। এতে আমাদের ইন্ডিয়া জোট আরও মজবুত হবে। একত্রে আমরা দেশমাতৃকার জন্য লড়াই করব এবং জিতব। এটা দেশের বিচার ব্যবস্থার এক বড় জয়।”