কলকাতা বিদেশ

নিউটাউনে বিশ্বমানের মল খুলবে লুলু গ্রুপ, দুবাই থেকে সুখবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুবাই থেকে রাজ্যবাসীর জন্য সুসংবাদ পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ে এদিন লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বাংলায় শিল্পে বহুজাতিক গোষ্ঠীর আগ্রহ এবং বিনিয়োগের বিষয়গুলি নিয়ে আলোচনা হয় এদিন। লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে এদিন ট্যুইটে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে। নিউটাউনে একটি বিশ্বমানের মল খোলা। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুলু গ্রুপের আউটলেট গুলিতে বিশ্ব বাংলার পণ্যের বিশ্বব্যাপী প্রচার যাতে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এর বাইরেও লুলু গ্রুপ বাংলায় মাছ প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ অংশগ্রহণের জন্য লুলু গ্রুপকে আমন্ত্রণ জানাতে পেরে উচ্ছ্বসিত।”