কলকাতা

পুজোয় ৫০ হাজার কোটির লেনদেন, বিজয়া সম্মিলনীতে বিরোধীদের সুস্থতা কামনা করে ‘বিশেষ’ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে রাজ্যের বিরোধীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সবকিছুকে ছাপিয়ে আরও একবার প্রকাশ্যে এল রাজনৈতিক সৌজন্যতা। এদিন তিনি বিরোধীদেরকে দিলেন বিশেষ বার্তাও। বুধবার ইকো পার্কের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অনেক শিল্প হচ্ছে। এই বছর

দুর্গাপুজোতেই লেনদেন হয়েছে ৫০ হাজার কোটি টাকার। উল্লেখ্য বিশেষ সূত্রে খবর, পরের বছর রাজ্য সরকারের টার্গেট দুর্গাপুজোয় লেনদেনের অঙ্ক দ্বিগুণ করার। মানে লক্ষ্য, লক্ষাধিক। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি ভালো। তবে নেতিবাচক রাজনীতি ভালো নয়। এও বলেন, তাতে আসলে রাজ্যেরই ক্ষতি হয়। এরপরেই তাঁকে বলতে শোনা

যায়, ‘আমার বিরোধীদেরকেও শুভেচ্ছা জানাই’। তাঁদের সুস্থতাও কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জঙ্গলমহলকে কেন্দ্র করে বিনিয়োগ করা হচ্ছে প্রায় ৭২ হাজার কোটি টাকা। এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে তিনি বলেন, তাজপুর বন্দরে আরও অনেক কিছু তৈরি করা হবে। প্রসঙ্গত, সম্মিলনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী নিজের হাতে ‘তাজপুর বন্দর ইচ্ছাপত্র’ তুলে দিয়েছেন করণ আদানির হাতে।