আজ কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে আজ সকালে সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে জনসংযোগ সারতে সারতে কোচবিহার রাসমেলা ময়দানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গ পুলিশের কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন। সোমবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ শিলিগুড়িতে ১০ হাজার পাট্টা, চা সুন্দরী প্রকল্পের সুবিধা-সহ অন্যান্য পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপরে কোচবিহার থেকে হেলিকপ্টারে শিলিগুড়ি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়বলেন, ২০১৫ সালের পরে কোচবিহারে ট্যাক্স বাড়ায়নি। অনেকের বাড়িতে নোটিশ গিয়েছে। আমি জানাচ্ছি এটা আপাতত বন্ধ থাকবে। রবীন্দ্রনাথ ঘোষ ও অভিজিৎ ভৌমিককে আমি কথা বলে জানিয়েছি।” পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকারি সাহায্য দেওয়া নিয়েও বড় আশ্বাস দিয়ে অন্য বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সেল্ফ হেল্প গ্রুপ আমরা সাহায্য করি। কিন্তু অনেকে তলায় তলায় কথা বলছেন। তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন আমি শুনেছি। তাদের বলব কাজ আমরা করে দিই। আমাদের ওপর ভরসা রাখুন।”