দেশ

পাশে কংগ্রেস, তৃণমূল সাংসদ মহুয়ার বহিষ্কারে অক্সিজেন পেল ইন্ডিয়া জোট!

বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ে যে তাল কেটেছিল, সংসদ থেকে বহিষ্কার হয়ে সেই কেটে যাওয়া সুরই জুড়ে দিলেন মহুয়া মৈত্র? শুক্রবার প্রথমে সংসদের ভিতরে বাইরে মহুয়ার হয়ে কংগ্রেস সাংসদদের জোরাল সওয়াল এবং তার পর কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পর সেরকমই মনে করছে রাজনৈতিক মহল৷ মহুয়া ইস্যুকে কেন্দ্র করেই ফের ইন্ডিয়া জোটের ঘুরে দাঁড়ানোর কথাও শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলায়৷ মহুয়য়ার পাশে থাকার জন্য ইন্ডিয়া জোটে থাকা সব দলকেই ধন্যবাদও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তদন্ত চলার সময় থেকেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা৷ এ দিনও সংসদে মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার পরেই সংসদেও মহুয়ার হয়ে জোর সওয়াল করেন বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারিরা৷ মহুয়ার বহিষ্কারের সিদ্ধান্তের ঘোষণা হতেই বিরোধী দলের অন্যান্য সাংসদদের সঙ্গে ওয়াক আউট করেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধিরা৷ এমন কি সংসদের বাইরে মহুয়ার সাংবাদিক বৈঠকের সময়ও তাঁর পাশে ছিলেন সনিয়া- রাহুল৷