জেলা

বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়তে হবে, ২৪-এ বিজেপি আসবে না: মুখ্যমন্ত্রী

 টিটাগড় ওয়াগনের ২৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে বক্তৃতা পেশ করলেন নরমে গরমে। একদিকে দিলেন উন্নয়নের বার্তা। তুলে ধরলেন পরিসংখ্যান। অন্যদিকে কড়া আক্রমণ করলেন বিজেপিকে।চ্যালেঞ্জ জানিয়ে তিনি বললেন আগামী ২০২৪ সালেও বিজেপি আসতে পারবে না রাজ্যে। বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, এজেন্সিকে দিয়ে সরকারকে হেনস্থা করে তারা মহারাষ্ট্রের মতোই বাংলার সরকারকেও ফেলে দিতে চাইছে ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিন-চারটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে অপদস্থ করা হচ্ছে বিজেপি বিরোধী রাজ্যগুলিকে। এমনকি হানা দেওয়া হচ্ছে বাংলার বিভিন্ন শিল্পপতিদের বাড়িতেও। তবু ভেঙে না পড়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, বিজেপি শাসিত কেন্দ্র মহারাষ্ট্র ভেঙে নজর দিয়েছে ঝাড়খণ্ড ও বাংলায়। তবে বাংলা ভাঙা এত সহজ নয়। এই রাজ্যে ভাঙন ধরার আগে মুখোমুখি হতে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের। তারপরেই তিনি কড়া চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ২০২৪ সালে বিজেপি এই রাজ্যে আসতে পারবে না। চাকরি ইস্যু প্রসঙ্গে তিনি বিজেপিকে নিশানা করে বলেন, ‘আমরা চাকরি চাই, শান্তি চাই কিন্তু ওরা তা চায় না’। এদিন সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলায় বেকারত্ব কমেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান দেশে বেকারত্ব বাড়লেও বাংলায় কমেছে বেকারত্বের হার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শিল্পের জন্য আমরা অনেক কিছু করেছি। সামাজিক প্রকল্পেও অনেক কাজ করা হয়েছে। দেশে বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে, রাজ্যে ৪৫ শতাংশ বেকারত্ব কমেছে। ৪ গুণ বেড়েছে রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ।’ এদিন তিনি বলেন, দেউচা পচামি নিয়েও কম বিরোধিতা করেনি বিরোধীরা কিন্তু পারেনি কারণ আদিবাসী ভাই-বোন রাজ্যের উন্নয়নের পক্ষে। তারপরেই তিনি নিয়োগ দুর্নীতি বিতর্ক প্রসঙ্গে বলেন, রাজ্য চালাতে গিয়ে ভুল হতে পারে কখনও। যে ভুল করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দেওয়া হবে শাস্তি।বলেন, আদালতে অপরাধ প্রমাণিত হলে যা শাস্তি হবে তা হবেই। অপরাধ প্রমাণ হলে কাওকে আড়াল করা হবে না। তারপরেই কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের অভিযোগও তোলেন তিনি। এদিন তিনি বলেন, ২১ জুলাই বিরাট সমাবেশের পরের দিনেই হানা! তারপরেই তাঁর প্রশ্ন, তদন্তের জন্য অভিযান চালানো যেতেই পারে কিন্তু মধ্য রাতে বা ভোর রাতে কেন হানা? বলেন, একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে কিছু ভুল হয়েই যায়। ভুল হলে ব্যবস্থা নেওয়া হবে।