রেল যদি কাউকে উচ্ছেদ করতে চায়, তাহলে পুনর্বাসন দিতেই হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এই দাবি জানান মুখ্যমন্ত্রী। নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বসেছিল শনিবার। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন ওড়িশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহেরাও। এদিনের সেই বৈঠকে রেলের জমি সমস্যার কথা উঠে আসে। রেলের বহু জমি জবরদখল হয়ে রয়েছে বলেই দাবি করেন রেল বোর্ডের সদস্য (ওয়ার্কস) ব্রিজেশ কুমার। তিনি জানান, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় রেলের বহু প্রকল্প চলছে। কিন্তু বেশ কয়েকটি জায়গায় জমি জবরদখল হয়ে আছে। তাই জমি জট কাটানোর অনুরোধ জানান তিনি। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবরদখলকারীদের রেলের জমি থেকে উচ্ছেদ করার কথা বলেন। এরপর পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সম্ভব নয় বলেই জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিনের বৈঠকে আলোচনা হয় সীমান্ত সমস্যা নিয়েও। সীমান্তে চোরাচালান বা অপরাধ রুখতে বিএসএফের পাশাপাশি দায়িত্ব পালন করতে হবে রাজ্যকেও। এদিন নবান্ন (Nabanna) সভাঘরে বৈঠকে অমিত শাহ বলেন, ‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা বিএসএফের, ঠিক ততটা রাজ্যেরও রয়েছে। কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছে। আগের সরকারের খামতি ছিল। আমরা তা অনেকটা পূরণ করেছি। আরও উন্নয়নের জন্য এগোচ্ছি।’