অখিলেশ যাদবের দলের হয়ে প্রচারে মানবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপ্রদেশ নির্বাচনের মুখে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে এলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ ৷ মমতার সঙ্গে বৈঠক করেন তিনি ৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে কিরণময় জানালেন, সপার হয়ে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো ৷ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রচার ৷ এদিন কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে বৈঠক শেষে সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সহ-সভাপতি বলেন, “২০২১-এ এরাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে বিজেপি বিরোধী অন্যতম জাতীয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷” জানালেন, উত্তরপ্রদেশের নির্বাচনে আগামী ৮ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির হয়ে লখনউতে ভার্চুয়াল সভা করবেন মমতা । তারপর রাজ্য দফতরে অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল সুপ্রিমো ৷ এদিন উত্তরপ্রদেশে নির্বাচনে দলের হয়ে প্রচারে উপস্থিত থাকার অনুরোধ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন অখিলেশ যাদবের দূত ৷ মিনিট দশেকের আলোচনার চলে দু’জনের একান্তে । তাতেই ঠিক হয় আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে সপা-র হয়ে প্রচার করতে উত্তরপ্রদেশে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিরণময় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি বিজেপি বিরোধী জাতীয় রাজনীতির একটি অন্যতম মুখ । তাই আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টি যে লড়াই করছে সেই লড়াইকে ত্বরান্বিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানানো হয়েছে তাঁদের দলীয় প্রচারে উপস্থিত হতে ।” বাংলার নির্বাচনের প্রচার চলাকালীনই তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন তিনি মোদির বিরুদ্ধে বারাণসীতে প্রচারে যেতে চান। নিজের ঘোষণা মতোই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বারাণসীতে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন মমতা। ওই সভার দিনক্ষণ অবশ্য এখনও ঠিক হয়নি। মমতাকে বারাণসীতে নিয়ে যাওয়ার ব্যাপারে দু’পক্ষই বেশ আগ্রহী। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় দু’দফায় প্রচারে গেলেও উত্তরপ্রদেশের নির্বাচনে লড়বে না তৃণমূল।