অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত এবং ৩২ জনেরও বেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান যে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার মুখে পড়েছে তিনটি কোচ। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন তিনি। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রেলকে বিঁধতে ছাড়েননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ”আরেকটি বিপর্যয়কর রেল দুর্ঘটনা, অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম জেলায়, দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এবং এখন পর্যন্ত কমপক্ষে ৮ জন মারা গিয়েছেন এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়েছে। অসহায় যাত্রীরা কোচে আটকে পড়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস, বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই। অবিলম্বে উদ্ধারকাজ চালানো ও তদন্তের দাবি জানাই! কবে রেলের ঘুম ভাঙবে?”