অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরাম জেলায় ট্রেন দুর্ঘটনাকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত প্রাণ গিয়েছে ৮ যাত্রীর। আহত আরও ৩২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রেল। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ ভিজিয়ানগরামে দু’টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এর মধ্যে একটি ট্রেন হল ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার। আর অপরটি হল ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার। সংঘর্ষের জেরে বেলাইন হয় বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জারের দু’টি কোচ। অন্যদিকে লাইনচ্যুত হয় বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জারের ইঞ্জিন। পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগাকারী আধিকারিক জানিয়েছেন, ‘একই লাইনে চলে আসায় ভিডিয়ানগরাম-রায়াগাদাগামী ট্রেনটি বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জারকে ধাক্কা মারে। যার জেরে দুর্ঘটনা ঘটে।’ প্রাথমিক তদন্তে অনুমান, রেল কর্মীদের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। বিশাখাপত্তনম-রায়গাদা ট্রেনের সিগন্যাল ভুলভাবে দেওয়া হয়। যার জেরে দু’টি ট্রেন এক লাইনে চলে আসে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে এক্স হ্যান্ডেলে (আগে নাম ছিল টুইটার) একটি পোস্ট করা হয়। সেখান লেখা হয়েছে, ‘রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নমো। পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন তিনি। আলামান্ডা ও কান্তকপল্লে সেকশনের মাঝে এই দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন তিনি।’