কলকাতা

আরজি করের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী

 সোমবার বেলা সাড়ে ১২টায় আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা হবে। এ দিনই মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, ফাঁসির দাবিতে তিনিও পথে নেমেছিলেন। মিছিলে হেঁটেছেন। তিনিও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান। এর পরেই হেলিকপটরে উঠে যান মুখ্যমন্ত্রী।