কলকাতা

নিয়োগ কমিটির অনুমতি ছাড়া নিয়োগ নয়, মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের শিক্ষা দফতর-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহে এবার মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। বুধবার সব দফতরের মন্ত্রীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্থায়ী হোক বা অস্থায়ী, সরকারি নিয়ম মেনে নিয়োগ কমিটির অনুমতি ছাড়াকোনও নিয়োগই করা যাবে না। প্রসঙ্গত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতির খবর সামনে এসেছে। তাই এদিন শিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসুকে বিশেষ করে সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, যে কোনও নিয়োগের আগে প্রতিটি দফতরের নির্দিষ্ট কমিটির থেকে অনুমতি নিতে হবে।