কলকাতা

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডসে মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার বিকেলে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাসপাতালে পৌঁছে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য তৈরি হওয়া মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন মমতা। কিছুক্ষণ হাসপাতালে থেকে, সেখান থেকে বেরিয়ে যান তিনি।  এদিন মমতা বলেন, ‘ওঁর জ্ঞান আছে। আমাকে দেখে হাত নাড়িয়েছেন‌। স্থিতিশীল আছেন‌‌। ওঁর শারীরিক প্যারামিটারগুলো ঠিক আছে বলেই মনে হয়েছে। যদিও চিকিৎসকরাই এই বিষয়ে বলতে পারবেন।’ এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য তৈরি হওয়া মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. সৌতিক পান্ডা বলেন, ‘ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে বের করে আনা হয়েছে। এখন তিনি নন ইনভেসিভ ভেন্টিলেশনে আছেন। মেডিক্যাল বোর্ড সারাক্ষণ তাঁর ওপর নজর রাখছে‌। আগামী ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা এখনও পর্যন্ত আশাবাদী।’ এদিন সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুকের সিটি স্ক্যান করা হয়েছে। হয়েছে বেশ কিছু রক্ত পরীক্ষাও। সবকিছু বিবেচনা করেই মেডিক্যাল বোর্ড বুদ্ধদেব ভট্টাচার্যকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নেয়।