জিটিএর জন্য ফের বরাদ্দ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্শিয়াং এর সরকারি পরিষেবা অনুষ্ঠান মঞ্চ থেকে ৭৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সম্প্রতি তিস্তার বাঁধ ভেঙে কালিম্পং এ ক্ষতিগ্রস্ত হওয়া বাসিন্দাদের হাতে ৭৫ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণ এদিন তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে জিটিএ চিফ থেকে শুরু করে জিটিএ এর সভাসদ ও পাহাড়ের বিধায়কদের উপস্থিতিতেই এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে অবশ্য স্বাগতই জানালেন জিটিএ চিফ অনিত থাপা। শুক্রবার পাহাড়ের জন্য এক গুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে তথ্য প্রযুক্তি হাত থেকে শুরু করে জিটিএ কর্মীদের জন্য বেশ কিছু সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন “পাহাড়ে গড়ে উঠবে তথ্যপ্রযুক্তি হাব। বিনিয়োগ হবে ২৪ হাজার কোটি টাকা। পাহাড়ের ছেলেমেয়েদের স্কিল ভাল। দার্জিলিং- কালিম্পং আইটি হাব গড়ে উঠবে।”