দেশ

ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার প্রায় ২০০ কোটি টাকা!

ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি। শুক্রবার ধীরজ সাহুর ঝাড়খণ্ডের বাড়িতে তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। এই নিয়ে টানা দুদিন সাংসদের ঝাড়খণ্ড এবং ওড়িশার বাড়ি মিলিয়ে ১০টি জায়গায় তল্লাশি চালানো হল। আয়কর দপ্তরের তরফে খবর, আলমারি এবং বাক্সে থরে থরে সাজানো ছিল টাকা। তবে মোট কত টাকা উদ্ধার

হয়েছে তা সম্পর্কে সরকারি কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি।জানা গিয়েছে, ৫০ কোটি টাকা পর্যন্ত গোনার পর বিকল হয়ে যায় মেশিন। নতুন মেশিন এনে ফের শুরু হয় টাকা গোনা। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, এই টাকা সাধারণ মানুষের টাকা। এক এক টাকার হিসাব যেন তাঁদের দেওয়া হয়। আয়কর দপ্তর সূত্রে খবর, প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকা থাকতে পারে সাংসদের দুটি বাড়ি মিলিয়ে।