কলকাতা

আগামী ৯ অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সদ্য সমাপ্ত গ্রাম বাংলার ভোটে তৃণমূল কংগ্রেসকে বিমুখ করেননি জঙ্গলমহল-সহ উত্তরবঙ্গের আদিবাসীরা। বরং গেরুয়া শিবির থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাজ্যের শাসকদলকে দু’হাত উজাড় করে ভোট দিয়েছে। পঞ্চায়েত ভোটের মতো আগামী লোকসভা ভোটেও যাতে পিছিয়ে পড়া আদিবাসীদের ভোট নিশ্চিত করা যায়, তার জন্য একাধিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের আদিবাসীদের কাছে ‘আমি তোমাদেরই লোক’ বার্তা দিতে আগামী ৯ অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে ঝাড়গ্রামে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও ঝাড়গ্রামে তাঁর কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে। বুধবার অবশ্য নবান্নে সাংবাদিক সম্মেলনে আদিবাসীদের বিশেষ উ‍ৎসব করম পুজোয় সরকারি ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, ‘এখন থেকে করম পুজো এবং মুসলিমদের শবে বরাতে সম্পূর্ণ ছুটি থাকবে। এতদিন সেকশনাল ছুটি ছিল। অর্থা‍ৎ দুই সম্প্রদায়ের সরকারি কর্মীরাই ছুটি পেতেন।’ শুধু যে আদিবাসীদের বিশেষ পার্বন করম পুজোয় সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তাই নয়, সাঁওতালি যুবক-যবতীদের কর্মসংস্থানের জন্যও বিশেষ ঘোষণা করেছেন। জানিয়েছেন, ‘সাঁওতালি ভাষার উন্নয়নের জন্য একটি  কমিটি গঠন করা হবে। পাশাপাশি সাঁওতালি এলাকায় থাকা বিভিন্ন স্কুলের ৮৪৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।’