রাজ্যজুড়ে দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়াল করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগের দিন থেকেই প্রথম দফায় জেলায় জেলায় ভার্চুয়ালি পূজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় দফায় কলকাতার বিভিন্ন পুজোর কয়েক দফায় ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। পায়ে চোট থাকার কারণে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর। তবে দুর্গাপুজোর কার্নিভালে স্বশরীরে রেড রোডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার কালীপুজোর উদ্বোধন ও স্বশরীরেই করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠক বুধবার শেষ করেই কলকাতার তিনটি ক্লাবের কালীপুজোর উদ্বোধন করার সুচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বিকেল ৫টা নাগাদ প্রথমে জানবাজার, তারপর বিকেল সাড়ে ৫টা নাগাদ শেক্সপিয়ার সরণী ও সন্ধ্যে ৬টা নাগাদ “ভেনাস ক্লাব” এর কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।