কলকাতা

আগামী ৩১ মার্চ থেকে লোকসভা নির্বাচনের প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ৪২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল । প্রার্থীরা নিজেদের কেন্দ্রে প্রচারও শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জেলায় জেলায় প্রচার শুরু করেছেন। তবে মাথায় চোট পাওয়ায় কারণে এখনও পর্যন্ত প্রচারের ময়দানে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রে খবর, আগামী ৩১ মার্চ থেকেই প্রচারে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথম কোন কেন্দ্রের জন্য প্রচার শুরু করবেন তিনি, সেই নিয়ে আলোচনা হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে। এরপর ঠিক হয়, কৃষ্ণনগর কেন্দ্র থেকেই প্রচার শুরু করবেন দলনেত্রী। নদিয়া জেলার কৃষ্ণনগর কেন্দ্রে এবারেও প্রার্থী করা হয়েছে প্রার্থী মহুয়া মৈত্রকে। লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন দলনেত্রী। তাঁকেই এই কেন্দ্র থেকে আবার প্রার্থী করা হবে, সে কথা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মার্চ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়েছে। কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে এই সভার আয়োজন করা হতে চলেছে। বেলা ১২টা থেকে এই সভার আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এই সভা থেকেই ভোট প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।