জেলা

সন্দেশখালির রেখা পাত্রের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি

প্রার্থী-বিতর্কের মাঝেই এবার সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বসিরহাটের বিজেপি প্রার্থীর সঙ্গে ভোটের প্রচার ও সন্দেশখালি নিয়ে কথা বললেন তিনি। রবিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় জায়গা পেয়েছেন সন্দেশখালি প্রতিবাদী রেখা পাত্র। সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এদিকে প্রার্থী বদলের দাবিতে পথে নেমেছে সন্দেশখালির মহিলাদের একাংশ। তাঁদের দাবি, ‘রেখা পাত্র যদি প্রার্থী হন, তাহলে কোনওভাবেই বিজেপির পক্ষে জেতা সম্ভব নয়। কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই প্রার্থী করতে হবে’। এই যখন পরিস্থিতি, তখন বসিরহাটে দলের প্রার্থীর সঙ্গে কথা বললেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি! রেখাকে প্রধানমন্ত্রী মোদি বলেন,’বাংলার নারীশক্তি জেগে উঠছে। বাংলার নারীশক্তি আমাদের আর্শীবাদ করছে’। সঙ্গে বার্তা, ‘সন্দেশখালিতে বড় সাহসের কাজ করেছেন আপনি। আপনাদের পাশে আছি’।