বিদেশ

আজ মাদ্রিদ থেকে বার্সেলোনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাদ্রিদ সফর শেষ। আজ রবিবার তিনি হাইস্পিড ট্রেন ‘‌আভে’তে চড়ে‌ রওনা দেবেন স্পেনের আরেক শহর বার্সেলোনার উদ্দেশে। তিন ঘণ্টার এই যাত্রা পথ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কারণ যাত্রাপথের দৃশ্যাবলি। পাহাড়, পাইন জঙ্গল, লেক এবং সর্বোপরি সমুদ্র। ট্রেনটির যাত্রাপথের অনেকটাই ভূমধ্যসাগরের উপকূল ঘেঁেষে। ফলে সব মিলিয়ে যথেষ্ট আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে। স্পেনীয় সময় সাড়ে বারোটায় মাদ্রিদ আতোচা স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে বিকেল ৩টে ৪০ মিনিটে বার্সেলোনা সেন্টস স্টেশনে যাত্রা শেষ হবে। বিকেল সাড়ে পাঁচটায় হোটেল এল প্যালেসে ভারতীয় সমাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। রবিবারের তাঁর কর্মসূচি বলতে এটাই। পরের সূচি আগামী মঙ্গলবার। সেদিন হোটেল এল প্যালেসেই বসবে ‘‌বিজনেস মিট’। এই শিল্প বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক বিষয় উঠে আসবে। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতিদের সঙ্গে বার্সেলোনার শিল্পপতিদের মুখোমুখি আলাপ আলোচনা হবে। আশা করা যাচ্ছে বেশ কয়েকটি ক্ষেত্রে সমঝোতা চুক্তি সই হতে পারে। তবে সৌরভ গাঙ্গুলি বার্সেলোনায় যাচ্ছেন না বলেই খবর। মাদ্রিদ থেকেই তিনি স্ত্রী ডোনা ও মেয়ে সানাকে নিয়ে স্পেন ছাড়বেন। ‌