অসুস্থ লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Posted onAuthorবঙ্গনিউজComments Off on অসুস্থ লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যায়ের
অসুস্থ লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা বাংলার মুখ্যমন্ত্রীর। আজ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতার প্রতি শুভকামনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি বলেন, অতি দ্রুত লালুজির সম্পূর্ণ সুস্থতা কামনা করি।
Very concerned about the health condition of @laluprasadrjd Ji. Wishing him a speedy and full recovery.