কলকাতা

‘মদন একটু কালারফুল, মাঝে মাঝে বেশি হয়ে যায়, তা হলেই প্রবলেম হয়ে যায়, বেশি সাজুগুজু করবে না’, পরামর্শ মমতার

মদন একটু ‘কালারফুল ছেলে’। চেতলায় দলের কর্মিসভায় কামারহাটির বিধায়ককে সম্পর্কে এমন মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বেশি ‘কালারফুল’ হয়ে গেলে প্রবলেম হয়ে যায়! এ কথাও বলেছেন তিনি। বুধবার চেতলায় ছিল তৃণমূলের কর্মিসভা। দলের নেতাদের ভবানীপুরে উপনির্বাচনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন মমতা। সেখানে মদনের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো বলেন, ”মদন তুমি নিজের পাড়াটা খুব ভাল ভাবে করবে। পরশু দিন দেখছিলাম ধুতি-পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিলে। এক দম ওই ভাবে।” রবিবার ভবানীপুরে দেওয়াল লিখনে হাত লাগান মদন নিজে। কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে ডিএল খান রোডে দেওয়াল লিখতে দেখা যায় কামারহাটির বিধায়ককে। কর্মীদের দেওয়াল লিখতে দেখে দাঁড়িয়ে যান মমতা। বুধবারের কর্মিসভায় রবিবারের সেই ঘটনার কথাই উল্লেখ করেন দলনেত্রী। কর্মিসভায় দলনেত্রী মদনের পোশাকের প্রশংসা করতেই হাততালির রোল ওঠে। তা থামতেই মুখে স্মিত হাসি বজায় রেখে মদনের উদ্দেশে মমতা বলেন, ”কিন্তু বেশি সাজুগুজু করবে না। মদন একটু কালারফুল ছেলে। আবার ও মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। বেশি কালারফুল হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যায়।”