কলকাতা

বিশ্বের কাছে মডেল, অভাবনীয় সাফল্য ‘দুয়ারে সরকারের, উন্নয়ন বরাদ্দ বৃদ্ধি মুখ্যমন্ত্রীর

‘দুয়ারে সরকার’ প্রকল্প বিশ্বের কাছে একটা মডেল। সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকারের সাফল্য অভিভূত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাফল্য দেখেই এবার বিভিন্ন জনকল্যাণ প্রকল্প খাতে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। একধাক্কায় বিভিন্ন প্রকল্প খাতে ৮ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দুয়ারে সরকারে প্রকল্পে কর্মরত সরকারি কর্মীদের জন্য টিফিন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইনসেনটিভ বাড়ছে প্রাণীবন্ধু ও প্রাণী মিত্রদের। দাবি মেনে নেওয়া হয়েছে ভিআরপিদেরও। সবমিলিয়ে নির্বাচনের আগে ফের একবার কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক ঘোষণা করেন তিনি। জানান, দুয়ারে সরকার কর্মসূচিতে ইতিমধ্যে ১২ কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন। এটা শুধু দেশের নয় গোটা বিশ্বের কাছে মডেল হওয়া উচিত। এই কর্মসূচির সাফল্য দেখে জনকতল্যাণমুখী প্রকল্প ও রাজ্যের উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।