শীতলকুচিতে চার জনের মৃত্যুর ঘটনায় একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতবড় গণহত্যা আগে হয়নি বলে মন্তব্য করে তৃণমূল নেত্রী বলেন, ‘আমাকে আটকাতেই ৭২ ঘন্টা কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।’ শীতলকুচি কাণ্ডে সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তৃণমূল সুপ্রিমো। রবিবার জলপাইগুড়ির নাগরাকাটার সভা থেকে মমতা বলেন, ’চার আদমি কা মত কর দিয়া। এমন গুলি চালাল যে ইতনা অমানবিক ঘটনা কভি নেহি হুয়া হ্যয়। এত বড় গণহত্যা কোনও দিন হয়নি। ধিক্কার জানাই অমিত শাহকে। ধিক্কার জানাই গণতন্ত্র হত্যার নায়কদের।’ শনিবার শীতলকুচির জোড়াপাটরার ১২৬ নম্বর বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার পরই কমিশনের তরফে নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে, আগামী তিন দিন কোচবিহারে কোনও রাজনৈতিক নেতা-নেত্রীই প্রবেশ করতে পারবেন না। সে প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘’মেরে কো আজ শীতলকুচি জানা থা। যাহা পে গোলি চালায়া। কাল রাত ইলেকশন কমিশন কাহা নেহি জা পায়েগা। কিউ? জো মর গয়া উসকা পরিবার সে নেহি মিল পায়েগা?’ এদিন দুই মৃতের পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে মমতা জানান, ‘১৪ তারিখ যাব। মানুষ এই হিংসার জবাব, বুলেটের জবাব ব্যালটে দেবেন।’ নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদীজি আর কত হত্যা হবে। জোর করে বাংলা দখল? আপনি মন করেন জোর করে বাংলাকে গুজরাত বানাবেন? প্রথমে নিজের চেহারাটা আয়নায় দেখুন। যারা গুলি করে লোক মারে তাদের ভোট পাওয়ার কোনও যোগ্যতা নেই। আমরা নরেন্দ্র মোদিকে, বিজেপি-কে জিততে দেব না। আমরা যখন লড়ি, আমরা ভয় পাই না। আমাদের সঙ্গে যারা পাঙ্গা নিতে আসবে তারা ভেঙে টুকরো হয়ে যাবে।’