কলকাতা

বিজেপির পাহাড় নীতিকে ব্যর্থ করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বিনয়-অনিতকে ডেকে পাঠালেন নবান্নে

খোদ মুখ্যমন্ত্রী সক্রিয় হলেন বিমল গুরুং বিনয় তামাং জট কাটাতে। পাহাড়কে আর কোনও মতেই আগুনে পুড়তে দিতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ধনকর পাহাড়মুখী হতেই তিনি বিজেপির পরিকল্পনায় জল ঢেলে দিতে নবান্নে ডেকে পাঠালেন বিনয় তামাং ও অনিত থাপাকে। আগামী ৩ নভেম্বর এই জুটির নবান্নে এসে পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার জোর সম্ভাবনা রয়েছে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে বিনয় তামাং ও বিনয় থাপাকে পাহাড়ের প্রশাসক হিসাবে রেখে রাজনৈতিক ভাবে বিমল গুরুং ও রোশন গিরির প্রত্যাবর্তনের রাস্তা খুলে দিতে চান তৃণমূল সুপ্রিমো। সেক্ষেত্রে ৩ তারিখ বা তারপরে বিনয়-অনিত জুটির পাশাপাশি গুরুং-গিরিকে নিয়ে আলোচনায় বসতে পারেন মুখ্যমন্ত্রী। তাতে দুই গোষ্ঠীর মধ্যেকার বিবাদের মীমাংসা যেমন হয়ে যাবে তেমনি বিজেপির পরিকল্পনাতেও জল ঢেলে দেওয়া যাবে। কার্যত মুখ্যমন্ত্রীর এই মাস্টারস্ট্রোকে পাহাড় নিয়ে বিজেপির হাতে আর কিছু থাকছে না।নবান্নে তিনি ডেকে পাঠালেন বিনয় তামাং, অনীত থাপাকে। আগামী মঙ্গলবার, ৩ নভেম্বর তাঁরা নবান্নে আসছেন।