বিজেপি ক্ষমতায় এলে সুবিচার পাবে বাংলার কৃষকরা
শনি বেলায় দেরী করেই বাংলায় পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কার্যত ঘোষিত সময়সূচীর থেকে প্রায় ২ ঘন্টা দেরীতে এদিন তিনি এসে পৌঁছান পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। এদিন জগদানন্দপুরের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সরকার আক্রমণ শানেন তিনি। সভায় দাঁড়িয়ে নাড্ডা বলেন, ‘আজ অগণিত মানুষের ভিড়। আপনারা আজ যেভাবে আমায় স্বাগত জানালেন আমি বুঝেছি মমতার যাওয়ার নিশ্চিত। আপনাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া প্রমাণ করছে আপনারা মনেপ্রাণে তৈরি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গণতন্ত্র ফিরবে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায়র কৃষকরা ন্যায় বিচার পাবেন। মমতা দিদি কিছু করে না। সব মোদীজি করেছে। মোদীজি কৃষকদের কথা ভেবেছেন। কৃষকদের জন্য একমাত্র কাজ করেছেন মোদিজি।’ কাটোয়া শহরের পাশে থাকা জগদানন্দপুর গ্রামে বিজেপির আয়োজিত ‘কৃষক সুরক্ষা অভিযান’ সভায় এদিন যোগদান করেন নাড্ডা। সেখান থেকেই তিনি মমতাকে আক্রমণ শানিয়ে বলেন, ‘বাংলার মানুষ তৃণমূলকে হঠানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাংলায় বিজেপির আসবেই। এরজন্য আমাদের কাজ করতে হবে। আমরা রেশন দিই, ওরা রেশন চুরি করে। রাজ্য সরকার এ রাজ্যের কৃষকদের বঞ্চিত করেছে। তৃণমূল মানেই চালচোর। মমতা দিদি এতো ভয় কেন? কী হয়েছে? প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যে চালু হবেই।’