মুখ্যমন্ত্রী ও দেশের বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে কোনও বৈঠকে বসছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক হচ্ছে না। শুক্রবার বিকালে দিল্লি যাব। পরের দিন সম্মেলনে যোগ দিয়ে বিকালেই কলকাতায় ফিরে আসব। তার কারণ বেশ কিছু জরুরি কর্মসূচি রয়েছে।’ মোদির সঙ্গে বৈঠকে না বসার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সামনে পয়লা মে। তার পরে ২ কিংবা ৩ তারিখ ঈদুল ফিতর হতে পারে। অক্ষয় তৃতীয়াও রয়েছে। যে কারণে দিল্লির সম্মেলনের পরেই তড়িঘড়ি কলকাতায় ফিরতে হবে। কলকাতায় ফেরার বিমানের টিকিটও কাটা হয়েছে। সম্মেলন থেকে যাতে আগে ফেরা যায় সেই চেষ্টা করব।’ এদিন ফের জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘যখন আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম কমেছে, তখনও ১৪ বার দাম বাড়ানো হয়েছে। তিন লক্ষ কোটি টাকার বেশি জ্বালানি থেকে কর আদায় করেছে কেন্দ্র। দাম কমানোর সময়ে কেন কমানো হল না? মানুষ বিপদে পড়লে তখন রাজ্যের কাঁধে দোষ চাপানো হয়।’ এদিন কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়ে পেট্রল-ডিজেলের দাম কমানোর পাশাপাশি রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানোরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।