এদিন নবদ্বীপের চটি মাঠে পরিবর্তন যাত্রার সূচনা করেন জেপি নাড্ডা। তিনি বলেন, ‘এই যাত্রার মাধ্যমে বাংলায় পরিবর্তনের নবজাগরণ হবে।’ সূত্রের খবর, পরিবর্তন যাত্রার পোশাকি নাম রথযাত্রা। এই যাত্রা সূচনার কোনও অনুমতি নেওয়া হয়নি জেলা প্রশাসন থেকে। কিন্তু যে রুটে এই রথ এগোবে, সেই সময় স্থানীয় প্রশাসনের অনুমতি নেবে বঙ্গ বিজেপি। এদিকে, নবদ্বীপের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে প্রবল আক্রমণ করেন বিজেপির জাতীয় সভাপতি। তাঁর দাবি, ‘আজ থেকে দশ বছর আগে পরিবর্তনের স্লোগান তুলে মা-মাটি-মানুষের সরকার গড়ার ডাক দিয়েছিলেন মমতা দিদি। কিন্তু এখন সেই মা অপমানিত, মানুষ অত্যাচারিত। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন মমতা। তাই রাজ্যে পরিবর্তন চাই। এই পরিবর্তন শুধু সরকারের নয়, রাজনৈতিক ভাবধারার পরিবর্তন। সুস্থ সংস্কৃতি ফিরবে রাজ্যে। মানুষ এখন জেগে উঠেছে। বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন এই সরকার বদল করবে।’


