কলকাতা

কেন্দ্র দিচ্ছে না ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা, জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দিতে মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন ধরেই কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না বাংলাকে। এই অবস্থায় গ্রামবাংলার গরিব মানুষের হাতে কাজ তুলে দিতে কড়া পদক্ষেপ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তিনি রাজ্যের বিভিন্ন দফতরকে নির্দেশ দিয়েছেন। বাংলায় এখন মোট জব কার্ড হোল্ডারদের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আগামী ৬ মাসের মধ্যে তাঁদের প্রত্যেককে বিকল্প কাজের ব্যবস্থা করে দিতে হবে। রাজ্যের পরিচালিত কোনও না কোনও প্রকল্পের কাজে তাঁদের যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে দিতেই গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ দেওয়া শুরু হয়েছিল জব কার্ড হোল্ডারদের। সেই কাজ শুরু করেছিল রাজ্যের বিভিন্ন দফতরের মাধ্যমে। কিন্তু দেখা যায় এযাবৎকাল পর্যন্ত ৪৭ লক্ষ ৬৬ হাজার ৫২৪জন জব কার্ড হোল্ডার কাজ পেয়েছেন। বাকিরা পাননি। এই কাজ না পাওয়াদের সংখ্যা প্রায় ১ কোটি। এখনও পর্যন্ত ওই ৪৭ লক্ষ জব কার্ড হোল্ডার রাজ্যের ৪৭টি দফতরের ছোট-বড় অজস্র প্রকল্পে কাজে যোগ দিয়েছেন যার জেরে প্রায় ১১ কোটি শ্রমদিবস তোইরি হয়েছে রাজ্যের বুকে। কিন্তু ‘১০০ দিনের কাজ’-এর বিকল্প ব্যবস্থা করতে গেলে আরও অনেককে কাজ দেওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের একজনও জব কার্ড হোল্ডারদের যেন কাজ থেকে বঞ্চিত না হন। এই বিষয়টি নিশ্চিত করতে তিনি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বীকে নির্দেশ দিয়েছেন। তিনি আবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের প্রতিটি দফতরের সচিবদের এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।